আপনার জিজ্ঞাসা, আমাদের সমাধান


আপনার জিজ্ঞাসা
১। প্রজেক্টটি কাদের জন্য? বিটুবি / হোলসেলারদের জন্য। ২। এটা কি ওপেন প্লাটফর্ম? না, এটা সিকিউর্ড প্লাটফর্ম। দোকানের ভেরিফায়েড কাস্টমার ব্যতীত অন্যরা এর প্রোডাক্টের প্রাইস দেখতে পারবেন না। ৩। দোকান মালিকগণ কি নিজেরা দোকান তৈরি করবেন? দোকান মালিকগণ নিজেরা দোকান তৈরি করতে পারবেন না। আমাদের টিম মেম্বারগণ দোকান মালিকদের জন্য শপ তৈরি করে প্রোডাক্ট আপলোড করে দিবেন এবং দোকানটিকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিবেন।
আপনার জিজ্ঞাসা ৪। এই দোকানে কাস্টমার কিভাবে এড হবে? দোকানে অন্তত তিনভাবে কাস্টমার এড করা যায়। i) আমাদের টিম দোকান মালিকদের পক্ষ হয়ে তাদের টালি খাতা থেকে কাস্টমার ইনফরমেশন দেখে কাস্টমারের এন্ট্রি দিবেন।

ii) দোকান মালিক নিজেরাই এডমিন প্যানেল দিয়ে কাস্টমার এড করে নিবেন। দোকান মালিক নিজে কাস্টমার এড করার কারণে কাস্টমারগুলো ভেরিফাইড হয়ে যাবে।

iii) শপের লিংকে গিয়ে কাস্টমার নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে তারা তখন আন-ভেরিফাইড থাকবেন। শপ মালিক তাদেরকে ভেরিফাই করলে তারা প্রোডাক্ট দেখতে পাবেন এবং অর্ডার করতে পারবেন।
আপনার জিজ্ঞাসা ৫| এই সিস্টেমে কেন আপনার-আমার দোকান যুক্ত করা দরকার? দোকানের রিয়েল কাস্টমার যারা দূর-দূরান্তে অবস্থান করছেন
তাদের কাছে প্রোডাক্টের আপডেট প্রাইস দেখানো,
তারা না এসেও অর্ডার করা,
টাকা পাঠানো এবং
অর্ডার দেখে দোকান থেকে তাদের উদ্দেশ্যে দ্রুত প্রোডাক্ট কুরিয়ার করার জন্য
এর চেয়ে বিকল্প কোনো সহজ উপায় নেই।
আপনার জিজ্ঞাসা ৬| এই সিস্টেমটি দোকানের জন্য আর কি কাজে লাগে? i) দোকানের উপস্থিত কাস্টমারদের জন্যও এই সিস্টেম দিয়ে অর্ডার করা যায়।
ii) ফলে দোকানের আয়-ব্যয়ের হিসাব রাখা যায়।
iii) হোয়াটসঅ্যাপে লিংক শেয়ার করে নতুন কাস্টমার তৈরি করা যায়।
iv) দোকানের সকল সেলসের দৈনিক, মাসিক, বাৎসরিক রিপোর্ট দেখা যায়।
v) শুধুমাত্র মোবাইল দিয়ে ফুল সফটওয়্যার অপারেট করা যায়।
vi) এটি অনলাইন সিস্টেম। তাই দোকান মালিক দোকানে উপস্থিত না থেকেও রিয়েল টাইম সেলস এর অবস্থা তাদের মোবাইলে দেখতে পারেন।
আপনার জিজ্ঞাসা ৭| এই প্রজেক্টে একটি ২০ আইটেমের অর্ডার তৈরি করতে কত সময় লাগবে? সর্বোচ্চ পাঁচ মিনিটে একটি অর্ডার কমপ্লিট করা যায়। ৮| প্রজেক্টের প্রাইস কেমন? প্রথম ২ মাস ফুল ফ্রী! ৩য় মাস থেকে মাসিক ২ হাজার টাকা অথবা বাৎসরিক বিশ হাজার টাকা হারে সাবস্ক্রিপশন ফি দিয়ে চালাতে হবে। ৯| সফটওয়্যারটি আপডেটে খরচ কেমন হবে? প্রতিনিয়ত সফটওয়্যারটি আপডেট করা হয়।
সময়-উপযোগী নিত্যনতুন ফিচারও এতে যুক্ত হচ্ছে।
এতে দোকান মালিকদের কোন খরচ নেই